WELCOME TO MY BLOG

ইফতারের মাসায়ালা।

১) শীঘ্র ইফতার করতে গিয়ে আগেই ইফতার করে ফেলার শাস্তি ভয়াবহ।
================================
হযরত আবু উমামা বাহিলী (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেন:

একদিন আমি ঘুমিয়ে ছিলাম; এমন সময় (স্বপ্নে) আমার নিকট ২ জন আসলো, তাঁরা আমার ২ বাহুর উপরের অংশ ধরে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেলো এবং আমাকে বললো: "আপনি এই পাহাড়ে চড়ুন।"


ইসলামি কিতাব ভান্ডার।

তারাবীহ নামাজের রাকাত সংখ্যা কত?

১) ৮ রাকাত তারাবীহ নামাজের  মুখোশ উন্মোচন!! মূফতী অালাউদ্দিন জিহাদী।

ওহাবীরা বলে শাফায়াত বা সুপারিশ নাকি হারাম। কোন নবী রসূল আলাইহিস সালাম এবং আওলিয়ায়ে কিরামগন নাকি সুপারিশ করার ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ !!!

Link : জাকির নায়েক সহ সকল সালাফী ওহাবীরা বলে শাফায়াত বা সুপারিশ নাকি হারাম। কোন নবী রসূল আলাইহিস সালাম এবং আওলিয়ায়ে কিরামগন নাকি সুপারিশ করার ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ !!!
এবার আসুন আমরা কিছু সহীহ হাদীস শরীফ থেকে সুপারিশ সংক্রান্ত কিছু হাদীস শরীফ দেখি-
হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
يشفع يوم القيامة ثلاثة الانبياء ثم العلماء ثم الشهداء
অর্থ: হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক সুপারিশ করবে।

মাযার শরীফ যিয়ারত করা খাছ সুন্নত, এবং এর বিরোধিতা করা কুফরী।

Link : নিয়ত করে মাযার শরীফ বা কবর যিয়ারত করা খাছ সুন্নাতের অন্তর্ভুক্ত। যা কিনা অসংখ্য হাদীস শরীফের দলীল দ্বারা প্রমানিত। অথচ কিছু বাতিল ফির্কা,ওহাবী,সালাফী ,দেওবন্দী, জামাতি এরা কবর যিয়ারতকে বিদয়াত, শিরিক বলে থাকে , শুধু তাই নয় তারা যিয়ারতকে কবর পূজা বলেও আখ্যায়িত করে থাকে ! শুধু তাই নয়, তারা সারা বিশ্বে সকল মাযার শরীফ ভেঙ্গে ফেলার জন্য চেষ্টা করছে এবং অনেক মাযার শরীফ ভেঙ্গেও ফেলেছে।
নাউযুবিল্লাহ মিন যালিক !

পবিত্র মাজার শরীফ বিষয়ে বাতিলদের মূর্খতাসূচক বিতন্ডার দাঁতভাঙ্গা জবাব ।

Link : মদিনা শরীফের জান্নাতুল বাকি’র একাংশ যেখানে পবিত্র মাজার শরীফ সমূহকে গম্বুজ দ্বারা আবৃত করা হয়েছিলো প্রায় ১৩শ’ বছর  মুবারক মাজার শরীফগুলো গম্বুজ দ্বারা পরিবেষ্টিত ছিলো। সকল সাহাবী তাবেয়ী,তাবে-তাবেয়ীন , ইমাম-মুজতাহিদ, আওলিয়া কিরামসহ সকল মুসলমানগণ অতি শ্রদ্ধার সাথে এ সকল মাজার শরীফ জিয়ারত করতেন।

মুনাফিক সউদী ওহাবীরা পবিত্র রওজা শরীফ ও পবিত্র মাজার শরীফ ভেঙ্গে ফেলার নিকৃষ্ট ইতিহাস

Link : গত ২রা সেপ্টেম্বর ২০১৪ ঈসায়ী তারিখে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকাইনডিপেনডেন্ট পত্রিকায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম উনার মহা পবিত্র রওযা  শরীফ সরিয়ে ফেলার সউদী ওহাবীইহুদী সরকারের ঘৃণ্য পরিকল্পনার কথা প্রকাশিত হয়। এখবর প্রকাশিতহওয়ার পরে সারা বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ শুরুহয়। এরপর সউদী ওহাবী মুনাফিক ইহুদী সরকারের পক্ষ থেকে দাবি করেবলা হয়, “এ সিদ্ধান্ত সউদী সরকারের নয়, এটা সউদী আরবের একগবেষকের প্রস্তাবনা।” (সূত্র আরব নিউজ: ৫ই সেপ্টেম্বর-২০১৪)

“সম্মানিত ক্বদম মুবারক বুছা (চুম্বন) দেয়া খাছ সুন্নত মুবারক”

Link : সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عن وازع بن زارع رضي الله عنه عن جدها وكان في وفد عبد القيس قال لما قذمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد رسوالله صلي الله عليه و سلم و رجله
অর্থ : “হযরত ওয়াযি’ ইবনে যারি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার দাদা হতে বর্ননা করেন, আর তিনি ছিলেন আব্দুল কায়েস গোত্রের অন্তর্ভুক্ত। তিনি বলেন , আমরা যখন সম্মানিত মদীনা শরীফে আসতাম, তখন আমরা আমাদের সাওয়ারী হতে তাড়াতাড়ি অবতরন করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হাত মুবারক এবং সম্মানিত পা মুবারক-এ বুছা মুবারক (চুম্বন) দিতাম।”

* দলীল-আদিল্লাহ: আবু দাউদ শরীফ-কিতাবুস সালাম-২য় খন্ড-৭০৯পৃষ্ঠা- হাদীস ৫২২৫ !

সউদী রাজপরিবার-এর প্রকৃত পূর্বপুরুষ হচ্ছে ইহুদী

Link : সউদী রাজপরিবার: কে তাদের প্রকৃত পূর্বপুরুষ? সত্যিই কি সউদী রাজ পরিবার “আনজা বিন ওয়াইল” গোত্রের সদস্য, যা তারা দাবি করে থাকে? তারা কি প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের অনুসারী? আসলেই কি তারা আরব বংশোদ্ভূত? উপরের প্রশ্নগুলোর সঠিক উত্তর সউদী রাজ পরিবারের অনেক দাবির উপর কলঙ্ক আরোপ করবে এবং যুক্তির
দ্বারাঅনেক মিথ্যা উদ্ধৃতি খণ্ডন করবে।

‘সৌদিআরব’ নামের উৎস ও ইহুদিরাষ্ট্র ইসরাইল গঠনে সৌদি রাজবংশের ভূমিকা

Link : ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের অনুচর ও সেবাদাস আবদুল আজিজ ইবনে সৌদ ব্রিটেনের অনুমতি নিয়ে হিজাজের নাম পরিবর্তন করে নিজ বংশের নাম অনুযায়ী এই বিশাল আরব ভূখণ্ডের নাম রাখে সৌদি আরব।

ভালো শেয়ার কেনার ১০ টিপস

অর্থসূচক: শেয়ার ব্যবসা করতে চান? তাহলে শেয়ার কেনার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। বিশেষজ্ঞদের মতামত এবং দেশ-বিদেশের বাজারের অভিজ্ঞতার আলোকে শেয়ার ব্যবসায় আগ্রহীদের জন্য কিছু মৌলিক বিষয় তুলে ধরেছে। তবে সব সময় যে এসব বিষয় কার্যকর ফল দেবে এমন নাও হতে পারে। বিশেষ করে স্বল্প মেয়াদে কাঙ্খিত ফল পাওয়া মুশকিল। তবে বিষয়গুলো বিবেচনায় রেখে বিনিয়োগ করা হলে দীর্ঘ মেয়াদে ভালো ফল পাওয়া যেতে পারে।

জমির রেজিস্ট্রেশন কি আর কিভাবে করবেন ?

দৈনিক কালের কণ্ঠ: সব দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রি করা হলে মালিকানা নিয়ে কোনো ঝামেলা থাকে না। কেউ অবৈধ উপায়ে দখল করতে চাইলেও বিরোধ এড়ানো যায়। এ ছাড়া জমি রেজিস্ট্রি করা থাকলে পরে বিক্রি, দান ও উইল করতে সহজ হয়। জমি রেজিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে জানাচ্ছেন ঢাকা জেলা রেজিস্ট্রার আবদুল কাইয়ুম ও ঢাকা সদর সাবরেজিস্ট্রার আবদুস সালাম
কোন কোন দলিল রেজিস্ট্রেশন করতে হয়?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহের কারন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহুবিবাহ নিয়ে ইসলাম বিদ্বেষীরা অনেকেই অনেক কথা বলেন। সীরাত সম্পর্কে সঠিক ধারনা না থাকায় শার্ট প্যান্ট পড়া অনেক মুসলিম যুবকই বিভ্রান্ত হচ্ছে তাদের এইসব কথায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন উপ-পত্নী বা রক্ষিতা ছিল না। সীরাত বিশেষজ্ঞরা সর্ব সাকুল্যে একমত যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী ছিলেন মোট ১১ জন আর প্রথম জীবনে দাসী ছিলেন মোট ২ জন । সূত্রঃ

মৃতকে গোসল দেয়ার ইসলামী পদ্ধতি

ফেসবুক থেকে: মৃতের গোসল, কাফন, জানাযার ছালাত এবং দাফন করা ফরযে কেফায়া। (অর্থাৎ কিছু লোকে কাজটি করলে অন্যরা দায়মুক্ত হবে। অন্যথা সকলেই গুনাহগার হবে) গোসল দেয়ার ক্ষেত্রে সর্বপ্রথম সেই ব্যক্তি হকদার, যার ব্যাপারে মৃত ব্যক্তি ওছিয়ত করে গিয়েছে। তারপর তার পিতা। তারপর অপরাপর নিকটাত্মীয়। আর মহিলার গোসলে প্রথম হকদার হল তার ওছিয়তকৃত মহিলা। তারপর তার মা। তারপর তার মেয়ে। তারপর অন্যান্য নিকটাত্মীয় মহিলাগণ। স্বামী-স্ত্রী পরষ্পরকে গোসল দিতে পারবে। রাসূলুল্লাহ্ (সাঃ) হযরত আয়েশা (রাঃ) কে বলেন: “তোমার কোন অসুবিধা নেই, তুমি যদি আমার আগে মৃত্যু বরণ কর, তবে আমি তোমার গোসল দিব।” (আহমাদ, হাদীছ সহীহ্) আর আবু বকর (রাঃ) ওছিয়ত করেছিলেন যে, তার স্ত্রী যেন তাঁকে গোসল দেয়। (মুসান্নাফ আবর্দু রাজ্জাক- হা/৬১৬৭)

قد جاء كم من الله نور و كتاب مبين অর্থঃ অবশ্যই আল্লাহর তরফ থেকে তোমাদের নিকট এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব (সূরা মায়েদা, ১৫ নং আয়াত)।


এই আয়াতের নূর সম্পর্কে তাফছিরে এসেছেঃ
قد جاء كم من الله نور هو النبى صلى الله عليه و سلم
অর্থঃ অবশ্যই আল্লাহর তরফ থেকে তোমাদের নিকট এসেছে নূর আর তিনি হল মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলায়হি ওয়া ছাল্লাম (তাফছিরে জালালাইন, ৯৭ পৃঃ; তাফছিরে ছাবী, ১ম খন্ড, ৪৫১ পৃঃ)
قد جاء كم من الله نور يعنى محمد صلى الله عليه و سلم
অর্থঃ নিশ্চয় আল্লাহর নিকট থেকে এসেছে নূর অর্থাৎ মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলায়হি ওয়া ছাল্লাম (তাফছিরে মায়ালেমু তনজিল, ২য় খন্ড, ১৩৮ পৃঃ )।
قد جاء كم من الله نور: المر اد بالاول هو الرسول صلى الله عليه و سلم و بالثانى القران 
অর্থঃ নিশ্চয় আল্লাহর নিকট থেকে এসেছে নূরঃ এখানে প্রথমটি দ্বারা অর্থ হল  'রাসুল' ছাল্লাল্লাহু আলায়হি ওয়া ছাল্লাম ও দ্বিতীয়টি দ্বারা 'কোরআন' (তাফছিরে আবুসাউদ, ২য় খন্ড, ৪৪৭ পৃঃ; তাফছিরে রুহুল বয়ান, ২য় খন্ড, ৪২৯ পৃঃ)।

বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো

শব্দহীন জোসনা

একটি কবিতা বা একজন কবির অমর হওয়ার জন্য কবিতার গোটা বিশেক লাইন কিংবা কবির অনেকগুলো অনন্য কবিতার প্রয়োজন নেই B-) B-) বরং একটি-দুইটি লাইন, কবিতা সেই সাথে তার কবিকে দিতে পারে অমরত্ব। আর সেই রকম কিছু কবিতার লাইন একত্রে আনার দুঃসাহস এই পোস্টটি :-* আপনিও জানান আপনার সবচেয়ে প্রিয় কিছু কবিতার লাইন।


প্রথম শ্রেণী হতে মাধ্যমিক পর্যন্ত পাঠ্য সকল ছড়া ও কবিতার সংকলন। (৩য় পর্ব)

আহমেদ সজীব আমান

হেমন্ত
সুফিয়া কামাল

সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লিখে
কোন পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?

আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।

প্রথম শ্রেণী হতে মাধ্যমিক পর্যন্ত পাঠ্য সকল ছড়া ও কবিতার সংকলন। (দ্বিতীয় পর্ব)

আহমেদ সজীব আমান

১। প্রার্থনা
সুফিয়া কামাল

তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রাহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কণ্ঠে গান
সকলি তোমার দান।
মাতা, পিত, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ।
তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সৎ পথে চলি
কত ভাল তুমি, কত ভালোবাস
গেয়ে যাই এই গান।

প্রথম শ্রেণী হতে মাধ্যমিক পর্যন্ত পাঠ্য সকল ছড়া ও কবিতার সংকলন। (প্রথম পর্ব)

আহমেদ সজীব আমান

প্রথম শ্রেনিঃ
১। হাট্টিমা টিম টিম

হাট্টিমা টিম টিম
তারা মাঠে পারে ডিম।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম

আজকে সবাই নরম গদির গরম আরাম চাহে, দুহাতে হরাম লুটে নিয়ে শুধু স্বার্থের গান গাহে।


ফিরে এসো ফের খলিফা ওমর
ন্যায়ের চাবুক হাতে,
অন্যায় আর অবিচার ভরা
নিঃস্ব দুনিয়াতে।

মানুষেরা হল পশুর অধম
নাইকো ইমান লজ্জা শরম,
রাত্রি নামেছে এখানেই আবার
সূর্য্য উঠার প্রাতে।