১) শীঘ্র ইফতার করতে গিয়ে আগেই ইফতার করে ফেলার শাস্তি ভয়াবহ।
================================
হযরত আবু উমামা বাহিলী (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেন:
একদিন আমি ঘুমিয়ে ছিলাম; এমন সময় (স্বপ্নে) আমার নিকট ২ জন আসলো, তাঁরা
আমার ২ বাহুর উপরের অংশ ধরে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেলো এবং আমাকে
বললো: "আপনি এই পাহাড়ে চড়ুন।"