WELCOME TO MY BLOG

সাকিব আল হাসানের বিয়ে ও কতিপয় হাহাকার............প্রথম আলো

বিয়ে করেছেন সাকিব আল হাসান—এ খবর এখন সবারই জানা। রস+আলোর পক্ষ থেকে সাকিব ও সাকিব-পত্নীর জন্য অনেক অনেক শুভকামনা। আমরা জানি, শুভকামনা জানাচ্ছেন সবাই। ছেলেরা জানাচ্ছেন, জানাচ্ছেন মেয়েরাও। তার পরও সাকিবের এই বিয়ের খবরে যে অনেক মেয়েরই মন ভেঙেছে, সেটা বলতে জ্যোতিষী হতে হয় না।