WELCOME TO MY BLOG

সাকিব আল হাসানের বিয়ে ও কতিপয় হাহাকার............প্রথম আলো

বিয়ে করেছেন সাকিব আল হাসান—এ খবর এখন সবারই জানা। রস+আলোর পক্ষ থেকে সাকিব ও সাকিব-পত্নীর জন্য অনেক অনেক শুভকামনা। আমরা জানি, শুভকামনা জানাচ্ছেন সবাই। ছেলেরা জানাচ্ছেন, জানাচ্ছেন মেয়েরাও। তার পরও সাকিবের এই বিয়ের খবরে যে অনেক মেয়েরই মন ভেঙেছে, সেটা বলতে জ্যোতিষী হতে হয় না।

অচল ঢাকা............

গত ০১-১০-২০১১ ইং তারিখে ঢাকা থেকে ট্রেনে চেপে রাজশাহী এসেছি অফিসের কাজে। এটা অমার ২য় বার রাজশাহী আসা শেষ বার এসেছিলাম ২০০০ সনে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে।
সেবারও ট্রেনে এসেছিলাম তবে যমুনা ব্রিজ পার হয়ে এপাড়ে এসে চেপে ছিলাম, কেননা তখনও ঢাকা পর্যন্ত লাইন বসানো হয় নাই। যাই হোক প্রায় এক যুগ পর আবার রাজশাহী এলাম। পূজার ফাঁদে পড়ে ট্রেনের এসি টিকিট পাই নাই। প্রচন্ড গরম মানুষের গায়ে পড়া ভিড় আর বিরক্তিকর যাত্রা বিরতি সব মিলিয়ে রাত ৯:৩০ মিনিটে রাজশাহী পৌছলাম। গত বার রাজশাহী শহর ঘুরে দেখা হয় নাই তাই এক যুগের পরিবর্তন বর্ননা করতে পারবনা। এখনও মূল শহরটা সেভাবে দেখা হয় নাই।